কপ- ৩০ এর আগে ন্যায্য ও টেকসই অর্থায়নের দাবি তরুণ পরিবেশকর্মীদের

কপ- ৩০ এর আগে ন্যায্য ও টেকসই অর্থায়নের দাবি তরুণ পরিবেশকর্মীদের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩০, ৮ নভেম্বর ২০২৫

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ–৩০ এর আগে ন্যায্য ও টেকসই অর্থায়নের দাবি তরুণ পরিবেশকর্মীদের।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সচেতনমূলক ক্যাম্পেইনে এ দাবি জাননো হয়। ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তনের দায় যাদের, খরচও বহন করতে হবে তাদেরই।

ক্যাম্পেইনে বক্তরা বলেন, "বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ের শিকার দেশগুলোর মধ্যে অন্যতম হলেও প্রতি বছর যে ১২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, তার মাত্র ১১ শতাংশেরও কম অর্থায়ন আসে বাস্তবে। বাকি ঘাটতি পূরণে সরকার ও জনগণকেই বহন করতে হয় বিশাল চাপ। ন্যায্য অর্থায়ন কাঠামো ছাড়া অভিযোজনের দায় চেপে যায় প্রান্তিক জনগোষ্ঠীর ঘাড়ে—যারা সবচেয়ে কম দায়ী, তারাই ভোগে সবচেয়ে বেশি।”

বক্তরা আরো বলেন, "জলবায়ু অর্থায়ন কোনো দান নয়, এটা ন্যায্যতার প্রশ্ন। যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, তার আর্থিক বোঝা আমাদের কাঁধে চাপানো অনৈতিক। টেকসই ভবিষ্যতের জন্য প্রয়োজন দায়বদ্ধ বৈশ্বিক অর্থনীতি।"

ক্যাম্পেইনে তিনটি দাবি তোলা হয়:
১️.টেকসই অর্থায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি,

২️.জলবায়ু নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা,

৩️ সিওপি–৩০ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিকে আরও জোরালো করা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement