ঘন কুয়াশায় ঢেকে গেছে হিলি, থমকে সকাল

ঘন কুয়াশায় ঢেকে গেছে হিলি, থমকে সকাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৯, ৩ নভেম্বর ২০২৫

টানা তিন দিনের বৃষ্টির পর ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিনাজপুরের হিলি ও আশপাশের এলাকা। সকাল থেকে যেন বৃষ্টি নয়, কুয়াশাই পড়ছে টুপটাপ করে। পুরো অঞ্চল ঢেকে গেছে সাদা কুয়াশার আস্তরণে, ফলে দৃশ্যমানতা কমে গেছে ব্যাপকভাবে।

সোমবার (৩ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হিলি ও আশপাশের এলাকায় সূর্যের দেখা মেলেনি। রাস্তায় চলাচলরত সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে।

ট্রাকচালক আরাফাত রহমান জানান, মধ্যরাত থেকেই কুয়াশা পড়া শুরু হয়। ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, ফলে ট্রাক চালানো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, “আমরা বাধ্য হয়ে ধীরে ধীরে হেডলাইট জ্বালিয়ে চলছি। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ট্রাকে থাকা কাঁচা মালপত্র নষ্ট হয়ে যেতে পারে।”

অটোচালকরাও পড়েছেন বিপাকে। এক অটোচালক জানান, “সকালে এত ঘন কুয়াশা ছিল যে মানুষ রাস্তায়ই বের হয়নি। শীতের আমেজও কিছুটা বেড়েছে। ফলে সকাল ৮টা পর্যন্ত কোনো যাত্রীই পাওয়া যায়নি।”

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম (২১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী ২ থেকে ৩ দিন সকালের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে এ সময়টা থাকবে শুষ্ক, তবে সকালে কুয়াশা ও হালকা শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement