আন্তর্জাতিক ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে নতুন টি-টেন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস।
এবারের আবুধাবি টি-টেন লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে দলটি, আর সাকিবের নেতৃত্বেই তারা শুরু করতে যাচ্ছে নিজেদের নতুন যাত্রা।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের অভিজ্ঞতা, কৌশলগত বুদ্ধিমত্তা ও মাঠে নেতৃত্বের দক্ষতা দলটির মূল শক্তি হবে। যদিও রয়্যাল চ্যাম্পস লিগে একেবারে নতুন দল, তবে খেলোয়াড় বাছাই ও প্রস্তুতি প্রক্রিয়ায় তারা কোনো আপস করেনি। দলে যুক্ত হয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভারাও, ফলে তৈরি হয়েছে এক ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক স্কোয়াড।
রয়্যাল চ্যাম্পস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ নভেম্বর, প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স, ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম।
অধিনায়ক সাকিব বলেন, “রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দিতে পারা আমার জন্য গর্বের বিষয়। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করতে আমি খুবই উচ্ছ্বসিত। আমরা মাঠে এমন পারফরম্যান্স দেখাতে চাই, যা দর্শকদের মনে থাকবে। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ, লক্ষ্য এবং মনোযোগ—সবই সর্বোচ্চ পর্যায়ে।”
দলের হেড কোচ স্যার কোর্টনি ওয়ালশ জানান, “আমরা একটি এমন দল গড়েছি, যারা টি-টেন ফরম্যাটের দ্রুত গতির খেলায় নিজেদের মানিয়ে নিতে পারবে। প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, যা দলকে শুরু থেকেই এগিয়ে রাখবে।”
রয়্যাল চ্যাম্পসের সিইও রাজেশ্রী শেট বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি দল তৈরি করা, যারা দক্ষতা, ঐক্য ও দৃঢ় সংকল্পের প্রতীক হবে। ট্রেনিং ক্যাম্পে খেলোয়াড়দের মধ্যে যে আবেগ ও উদ্দীপনা দেখেছি, সেটি মাঠে পারফরম্যান্সেও প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
সাকিবের নেতৃত্বে রয়্যাল চ্যাম্পস শুধু খেলায় সাফল্য নয়, বরং দলগত ঐক্য, লড়াইয়ের মনোভাব ও ইতিবাচক মানসিকতা তুলে ধরতে চায়। দলে থাকা নতুন খেলোয়াড়রা অভিষেক মৌসুমেই নিজেদের প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অভিষেক মৌসুম তাই ক্রিকেটপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক নতুন উত্তেজনা ও প্রত্যাশার গল্প। সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি লিগে নিজেদের জায়গা করে নিতে এবং একের পর এক জয়ের মাধ্যমে শক্তিশালী পরিচয় গড়ে তুলতে বদ্ধপরিকর।

































