কার্তিক মাস শেষ হওয়ার আগেই দেশের উত্তর জনপদে বইতে শুরু করেছে হালকা হিমেল হাওয়া। মাঠের ঘাসে জমেছে শিশিরবিন্দু, সকালবেলার কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ—সব মিলিয়ে প্রকৃতি জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।
দেশের উত্তরাঞ্চলের জনজীবনে এখন শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
ভোরের পর থেকেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, দৃষ্টিসীমা কমে যাচ্ছে অনেকটাই। সূর্যের আলো দেখা দিতে না দিতেই সেই কুয়াশা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবে সকাল পর্যন্ত শীতল বাতাসে চারপাশে তৈরি হচ্ছে এক ধরনের শীতলতা, যা শীতের উপস্থিতিকে জানান দিচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে ১৭ দশমিক ৭ ডিগ্রি এবং নওগাঁর বদলগাছীতে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীত আরও বেশি অনুভূত হবে।
এ সময় ভোররাতে ও সকালে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়—দেশের আকাশে, বাতাসে ও প্রকৃতিতে শীতের ছোঁয়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে।


































