পোশাক শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে দায়িত্ব নিল আরএসসি

পোশাক শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে দায়িত্ব নিল আরএসসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১৫, ৯ নভেম্বর ২০২৫

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব এখন থেকে নেবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএসসির বোর্ড অব ডিরেক্টরস গত ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন প্রণীত কম্প্রিহেনসিভ কমপ্লেইন্টস মেকানিজম (সিসিএম) বা বিস্তৃত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে।

এই নতুন উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে একটি একীভূত, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যেখানে মালিক, শ্রমিক এবং ব্র্যান্ড— তিন পক্ষই সক্রিয়ভাবে যুক্ত থাকবে। এর লক্ষ্য হলো কর্মক্ষেত্রের নানা সমস্যা দ্রুত, নিরপেক্ষ এবং ন্যায্য উপায়ে সমাধান করা।

নতুন এই ব্যবস্থার আওতায় শুধু পেশাগত নিরাপত্তা নয়, বরং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ ও নিষ্পত্তি করা হবে—

১. অন্যায্য চাকরিচ্যুতি বা চুক্তি সংক্রান্ত অভিযোগ
২. বেতন, ভাতা ও ছুটির সংক্রান্ত সমস্যা
৩. শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার ও যৌথ দরকষাকষি স্বাধীনতা
৪. শিশুশ্রম, জোরপূর্বক শ্রম এবং বৈষম্য সম্পর্কিত অভিযোগ

আরএসসি জানিয়েছে, এই ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে, ১৬ নভেম্বর থেকে ৫৮টি ব্র্যান্ড ও ১,১৮৫টি কারখানা সিসিএমের আওতায় আসবে। ছয় মাস পর দ্বিতীয় ধাপে বাকি সব ব্র্যান্ড ও কারখানাকে অন্তর্ভুক্ত করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের ন্যায্যতা ও আন্তর্জাতিক মানদণ্ডে টেকসই উন্নয়নের পথে এক নতুন অধ্যায় সূচিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement