ভারতের গুজরাটে সম্প্রতি ঘটে গেছে এক চমকপ্রদ ঘটনা—এক নারী ক্রেতা সেজে স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেরই বিপদ ডেকে আনেন।
কারণ, দ্রুত বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে দোকানদারই তাকে ধরে ফেলেন এবং প্রতিরোধে মারধর করে ঘটনাস্থলেই আটকে ফেলেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মুখ ঢেকে দোকানে প্রবেশ করেন এক নারী। প্রথমে তিনি খুব স্বাভাবিকভাবে দোকানদারের সঙ্গে স্বর্ণ কেনাবেচা নিয়ে কথা বলছিলেন। কিন্তু হঠাৎ করেই ব্যাগ থেকে মরিচের গুঁড়া বের করে দোকানদারের চোখে ছুড়ে মারেন।
তবে ভাগ্য ভালো যে মরিচের গুঁড়া দোকানদারের চোখে লাগেনি। মুহূর্তেই তিনি পরিস্থিতি সামলে নেন এবং আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণে যান। ফলে নারী ডাকাতের পরিকল্পনা মুহূর্তেই ভেস্তে যায়। দোকানদার দ্রুত তাকে ধরে ফেলেন এবং বেদম পেটান।
স্থানীয় সূত্রের দাবি, মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই দোকানদার ওই নারীকে অন্তত ২৫টি ঘুষি মারেন এবং পরে টেনে হিঁচড়ে দোকানের বাইরে বের করে দেন।
ঘটনার পর দোকানদার থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সত্যতা যাচাই করছে। পুলিশ আরও জানায়, দোকানদারের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানানোর জন্য দুই দফা চেষ্টা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, এই ডাকাতির পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা পরিকল্পিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এবং দোকানদারের সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয়রা।































