অবশেষে ফিরে এলো হাত-পা বেঁধে খালে ফেলা কিশোরী
Published : ১৭:৪২, ৯ ডিসেম্বর ২০২৫
ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুরে ১৭ বছর বয়সী এক কিশোরীর খালে ফেলে দেওয়ার ঘটনা নতুন মোড় নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৩ অক্টোবরের ঘটনায় সুরজিৎ সিংহ নামে এক ব্যক্তি সন্দেহজনক কারণে তার মেয়েকে হাত-পা বেঁধে একটি খালে ফেলে দেন।
এই নৃশংস ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
ঘটনার কয়েকদিন পর কিশোরী দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পুলিশের কাছে ফিরে আসে। তিনি নতুনভাবে দাবি করেছেন, তার বাবা এই ঘটনায় নির্দোষ। আসল অপরাধী তার মা, যিনি বাবাকে প্ররোচনা দিয়েছিলেন এই কাজ করানোর জন্য। কিশোরী আরও জানিয়েছে, তার বাবা অবিলম্বে মুক্তি পেতেই হবে।
বর্তমানে পুলিশ কিশোরীর নতুন বিবৃতির সত্যতা যাচাই করছে। একই সঙ্গে তারা তার জবানবন্দি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং পূর্বে পাওয়া ভিডিও ফুটেজের সঠিকতা নিশ্চিত করছে। এই তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর ফিরে আসা এবং নতুন বক্তব্য প্রকাশের পর এলাকায় ব্যাপক সাড়া পড়ে। পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। পুরো ঘটনা এখনও তদন্তাধীন এবং সামনের দিনগুলোতে বিষয়টি আরও পরিষ্কার হবে।
বিডি/এএন
































