পাবনায় দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি প্রার্থীরা

পাবনায় দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি প্রার্থীরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৪, ৯ ডিসেম্বর ২০২৫

পাবনায় নির্বাচনী প্রচারের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার মুহূর্তে হাবিব ও শিমুল আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

জানা যায়, তারা বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার প্রভাবে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হাবিব ও শিমুল মারাত্মক আহত হন। গাড়ির ড্রাইভার ও শিমুলের ব্যক্তিগত সহকারী এনামুলের অবস্থাও গুরুতর।

আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানিয়েছেন, তাদের জীবন রক্ষা হয়েছে এবং তিনি সকলের কাছে আহতদের জন্য দোয়া কামনা করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement