লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর উপর হামলা ও মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর উপর হামলা ও মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫১, ৯ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর ও তার পরিবারের  উপর হামলা ও সাজানো মামলার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী আলতাফ ও শাহিন সহ কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর  বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাজু ও তার পরিবার। 

রাজু ও তার পরিবার অভিযোগ করে জানায়, রাজুর মায়ের পৈতৃক সম্পত্তি নিয়ে তার চাচাদের সাথে সিমানা বিরোধ চলে আসছিলো।

 গত ২৮ অক্টোবর তারা তাদের সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ভাড়াটিয়া হয়ে আলতাফ ও শাহিনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। পরে আলতাফের ভাই সাইফুল বাদী হয়ে সেও আহত হয়েছে উল্লেখ করে থানায় মামলা করে। অথচ সাইফুল ঘটনাস্থলে  ছিলোনা। আহত হয়েছে বলে মিথ্যা মামলা দিয়ে রাজুকে জেলও খাটানো হয়েছে।  

তারা আরো জানায়,এখন মামলা তুলে নিবে বলে ৫ লাখ টাকা চাঁদা ও দাবি করছে তারা। 

এছাড়াও নানান ভাবে রাজু ও তার পরিবারকে হুমকির দিচ্ছে বর্তমানে তারা নিরাপত্তায় ভুগছেও বলে জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement