টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। একজন আহতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীত মৌসুমের ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে টাঙ্গাইল ছেড়ে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা অন্তত ২২ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
সংঘর্ষের ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। পরে সড়ক থেকে বাসগুলো অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতাকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এ সময় তিনি শীত মৌসুমে ঘন কুয়াশার মধ্যে সড়কে চলাচলের সময় চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।































