মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৯, ২৭ ডিসেম্বর ২০২৫

মাঠে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে অনেকটা সময় চলে গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

বিপিএলের দ্বাদশ আসরের নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়্যারিয়র্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল। ম্যাচের আগে দল সিলেটে অনুশীলনের জন্য প্রস্তুতি নিয়েছিল। সেই সময় খেলোয়াড়দের অনুশীলনের তদারকি করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন।

দ্রুতই তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে।

বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement