৭২ ঘণ্টায় হা দি র খু নি কে গ্রে ফ তা র না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁ শি য়া রি

৭২ ঘণ্টায় হা দি র খু নি কে গ্রে ফ তা র না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁ শি য়া রি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ২৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল খুনিকে আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে মূল হত্যাকারীকে আইনের আওতায় আনতেই হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই ৭২ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা দেন। ওই পোস্টটি দ্রুতই বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে একই দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

এদিকে, হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন। তীব্র শীত উপেক্ষা করে চলা এই কর্মসূচিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন। তারা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তদন্তের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন।

তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল খুনি এখনো পলাতক রয়েছে। ইনকিলাব মঞ্চ এই হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি, প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা—যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড—নিয়োগ করে তদন্ত পরিচালনার দাবিও তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর পুরান পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাদি হত্যাকে কেন্দ্র করে দেশ-বিদেশে ক্রমেই চাপ বাড়ছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও প্রবাসী মহল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement