ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে পাঠানো অধিযাচনের ভিত্তিতেই ডিবি এই অভিযান পরিচালনা করে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

































