ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি ইতোমধ্যে অনলাইনে এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী তারেক রহমান অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করেছেন। এখন কেবল সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেওয়ার মাধ্যমে নিবন্ধনের শেষ ধাপ সম্পন্ন করতে হবে।
এনআইডি মহাপরিচালক আরও বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য কেন্দ্রীয় সার্ভারে যাচাই করবে। যাচাইয়ের সময় দেখা হবে তার তথ্য অন্য কোনো নাগরিকের সঙ্গে মিলে যায় কি না। যদি কোনো ধরনের মিল না পাওয়া যায়, তাহলে ৫ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তার এনআইডি নম্বর স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়ে যাবে। এই প্রক্রিয়াটি পুরোপুরি প্রযুক্তিনির্ভর এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ থাকে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এনআইডি নম্বর জেনারেট হওয়ার পর তারেক রহমান চাইলে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তর থেকে এনআইডি বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিবন্ধনের পর তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে এনআইডি ডাউনলোডের নির্দেশনা থাকবে। সেখান থেকেও তিনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
এনআইডি ডিজির ভাষ্য অনুযায়ী, আজ শনিবার দুপুরের মধ্যেই তারেক রহমানের ভোটার নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।































