১৪ বছর বয়সেই ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন সূর্যবংশী

১৪ বছর বয়সেই ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন সূর্যবংশী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৫

ভারত সরকারের পক্ষ থেকে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়, তা হলো ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’। স্বাভাবিকভাবেই মাত্র ১৪ বছর বয়সেই ক্রীড়াক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের কারণে এই সম্মান অর্জন করেছেন সূর্যবংশী।

২০২৫ সালের পারফরম্যান্স বিবেচনায় সূর্যবংশীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বিস্ময়কর বিষয় হলো, মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের মেগা নিলামে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ব্যাটার। দল পাওয়ার পরই তিনি ইতিহাস গড়েন। আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে যাত্রা শুরু করেন এবং দ্বিতীয় ম্যাচেই খেলেন বিধ্বংসী এক সেঞ্চুরির ইনিংস।

এরপর থেকেই সূর্যবংশীর ব্যাট যেন থামছেই না। ধারাবাহিকভাবে রান করে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। গত জুলাই মাসে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে মাত্র ৫২ বলে শতক পূর্ণ করেন সূর্যবংশী। সেই ম্যাচে তিনি ৭৮ বলে ১৪৩ রান করেন, যা আগের রেকর্ডধারী পাকিস্তানের কামরান গুলামকেও ছাড়িয়ে যায়।

এই ইনিংসেই আরও একটি বিশ্ব রেকর্ড গড়েন সূর্যবংশী। যুব ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখান তিনি। তখন তার বয়স ছিল ১৪ বছর ১০০ দিন। এর আগে এই কৃতিত্ব ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর, যিনি ১৪ বছর ২৪১ দিন বয়সে যুব ওয়ানডেতে শতক করেছিলেন।

সম্প্রতি বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে আরও এক বিস্ময়কর ইনিংস খেলেন সূর্যবংশী। মাত্র ৮৪ বলে করেন ১৯০ রান। এর মাধ্যমে ১৪ বছর ২৭২ দিন বয়সে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার নজির স্থাপন করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি ছিল তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের মাত্র সপ্তম ম্যাচ।

এই ম্যাচে সূর্যবংশী মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন, যা সিনিয়র ক্রিকেটে (টি-টোয়েন্টি বাদে) তার প্রথম সেঞ্চুরি। এখানেই থামেননি তিনি—মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করে গড়েন পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড।

সূর্যবংশীর এই রেকর্ডগড়া ইনিংসের সুবাদে দলীয় সংগ্রহেও নতুন ইতিহাস সৃষ্টি হয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে মাত্র একবারই ৫০০ রানের বেশি সংগ্রহ হয়েছিল। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাডু করেছিল ৫০৬ রান। কিন্তু সূর্যবংশী ও সাকিবুল গনির তাণ্ডবে সেই রেকর্ড ভেঙে বিহার তোলে অবিশ্বাস্য ৫৭৪ রান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে এক অনন্য মাইলফলক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement