জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ডা. জুবাইদা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৭ মিনিটে তিনি জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসি ভবনের ইটিআই ১০৪ নম্বর কক্ষে জাইমা রহমানের এনআইডি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। সেখানে তার ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডা. জুবাইদা রহমান। ওই দিনই তার ভোটার নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পরে তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও গ্রহণ করেন।
এদিকে আজই এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এনআইডি পেতে পারেন বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তার দেশে ফেরার পরপরই এনআইডি ও ভোটার নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।































