ডিবির হাতে আটক ইভ্যালির রাসেল-শামীমা

ডিবির হাতে আটক ইভ্যালির রাসেল-শামীমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৮, ২০ জানুয়ারি ২০২৬

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আবারও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন আলোচিত এই দম্পতি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিবি তাদের আটক করে।

ডিবি সূত্র জানায়, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে বর্তমানে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে। ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানাতেই তাদের বিরুদ্ধে প্রায় ৩০০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই ঝুলে আছে শতাধিক ওয়ারেন্ট। এসব মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন তারা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে মোহাম্মদপুরের বাসা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল ২০২৩ সালের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পর তারা পুনরায় ইভ্যালির কার্যক্রম চালুর চেষ্টা করেন। তবে পুরোনো মামলার পাশাপাশি নতুন সাজা ও পরোয়ানার চাপে তারা আবারও পলাতক হয়ে যান।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আদালত তাদের অনুপস্থিতিতেই একাধিক মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement