রেমিট্যান্সে আশার জোয়ার, ২২ দিনে এলো ১৯২ কোটি ডলার

রেমিট্যান্সে আশার জোয়ার, ২২ দিনে এলো ১৯২ কোটি ডলার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৪, ২৪ অক্টোবর ২০২৫

রেমিট্যান্স প্রবাহে বইছে আশার হাওয়া। চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৩ লাখ ডলার সমপরিমাণ।

শুধু ২২ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসে প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট ৯৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক এই প্রবৃদ্ধি প্রবাসীদের আস্থা বৃদ্ধির প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, প্রণোদনা অব্যাহত থাকা এবং বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহ দেওয়ায় এই ধারা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement