রাজধানীতে শীতকালীন সবজি বাজারে উঠেছে, দাম এখনও বেশি
Published : ১৫:৩৩, ২৪ অক্টোবর ২০২৫
রাজধানীর বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম এখনও বেশি। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ২০-২৫ দিনের মধ্যে সবজির দাম কমতে পারে। এদিকে, মাছ ও মুরগির দাম আগের মতোই উচ্চ স্তরে রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম আরও বেশি। বাজারে প্রতি কেজি টমেটোর দাম ১০০ টাকা, শিম ১০০-১২০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৫০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, কচুর মুখী ৪০-৫০ টাকা, বরবটি ১০০ টাকা এবং শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। বর্তমানে কেজি প্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকায়। ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও সামান্য কমেছে; প্রতি ডজনে লাল ডিম ১৩০ টাকা ও সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে, আলুর দাম দীর্ঘদিন কম থাকায় এ সপ্তাহে আরও দুই টাকা কমে কেজি প্রতি ২০ টাকায় এসেছে। পেঁয়াজের দাম আগের মতোই ৭৫-৮০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, গত দুই মাস ধরে সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমার সম্ভাবনা রয়েছে।
মাছের বাজারে দাম স্থিতিশীল রয়েছে। বোয়াল মাছ প্রতি কেজি ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা এবং কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০-২২০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৫৫০-৬০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারও চড়া দামে স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি মুরগির দাম ২৮০-৩০০ টাকা। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত; গরুর মাংস ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সংক্ষেপে বলা যায়, শীতের শুরুতেই সবজি বাজারে এসেছে, কিন্তু দাম এখনও বেশি। মাছ ও মাংসের দামেও কোনো কমতি নেই। আগামী কয়েক সপ্তাহে শীতের সরবরাহ বৃদ্ধি পেলে সবজির দাম ধীরে ধীরে কমতে পারে।
বিডি/এএন

































