দুর্গাপূজা ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা

দুর্গাপূজা ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি। আসছে রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে এই ছুটি কার্যকর হবে।

তবে শুধু দুর্গাপূজাই নয়, একইসঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজার ছুটিও এই দীর্ঘ বিরতিতে যুক্ত হয়েছে।

এবার সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে টানা ৯ দিন।

সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ। সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানে মোট ১৪ দিন বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি। তবে যেহেতু ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার আগে থেকেই ছুটি, তাই বাস্তবে অনেক প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়ে যাচ্ছে ২৬ তারিখ থেকেই।

স্তরভেদে ছুটির ভিন্নতা
প্রাথমিক বিদ্যালয়: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ (৯ দিন)।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি।

কলেজ ও টিটি কলেজ: সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৪ দিনের ছুটি।

মাদরাসা: শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে ৫ অক্টোবর ক্লাস চালু হবে। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম ও সাপ্তাহিক ছুটিও ধরা হয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: দুর্গাপূজার ছুটি মাত্র দুই দিন (১ ও ২ অক্টোবর)। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যোগ হবে।

এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা পাবেন ঐচ্ছিক ছুটি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। ধর্মীয় উৎসব ও শিক্ষার্থীদের ছুটির বিষয় বিবেচনা করেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement