দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জন্য জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জন্য জরুরি নির্দেশনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ১১ জানুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই নির্বাচনি কার্যক্রম বা রাজনৈতিক সভা–সমাবেশের কাজে ব্যবহার করা যাবে না—এমন কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন।

রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ কিংবা প্রচারমূলক আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী কিংবা তাদের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশসহ নানা কর্মসূচির আড়ালে ভোটারদের একত্রিত করে নির্বাচনি প্রচারণা চালানোর চেষ্টা করছেন।

এ ধরনের আয়োজনের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতাও চোখে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো—অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব স্থাপনাকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এই প্রেক্ষাপটে, রিটার্নিং অফিসারের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা বা সমাবেশের অনুমতি দেওয়া যাবে না—এ বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement