সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সাইন্স ল্যাব

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সাইন্স ল্যাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৯, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই এলাকা সাইন্স ল্যাবরেটরি ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকে। অনেক যাত্রী নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে বিকল্প পথে হেঁটে যেতে বাধ্য হন।

এর আগের দিন বুধবারও একই দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তখনও নগরজুড়ে যানজট তৈরি হয় এবং জনদুর্ভোগ বাড়ে।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না করা হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement