পাসের হার ও জিপিএ-৫ দুদিকেই এগিয়ে মেয়েরা

Published : ১১:৩৯, ১৬ অক্টোবর ২০২৫
গত কয়েক বছর ধরেই এইচএসসি ও সমমান পরীক্ষায় মেয়েদের ফলাফল ছেলেদের চেয়ে ভালো হয়ে আসছে। এবারের ফলাফলেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
সদ্য প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে— পাসের হার থেকে শুরু করে জিপিএ-৫ প্রাপ্তি, সব ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য বেশি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছরও ছাত্রদের তুলনায় মেয়েরা সব দিকেই এগিয়ে।
তথ্য অনুযায়ী, এ বছর ছাত্রীদের গড় পাসের হার প্রায় ৬৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৫ শতাংশের কিছু বেশি। অর্থাৎ, পাসের হারে ছাত্রীরা এগিয়ে প্রায় ৮ শতাংশ পয়েন্টে।
মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। অর্থাৎ, পাস করা শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
পাসের হারে যেমন, তেমনি জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীরা এগিয়ে। মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন। অর্থাৎ, সেরা ফলাফলেও এগিয়ে মেয়েরা।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, মেয়েরা পরীক্ষায় নিয়মিততা, মনোযোগ এবং প্রস্তুতিতে ছেলেদের চেয়ে বেশি সচেতন। ফলে ফলাফলেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।
সংক্ষেপে বলা যায়— এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও মেয়েদের এগিয়ে থাকার ধারা অব্যাহত, পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই তারা ছেলেদের ছাড়িয়ে গেছে।
বিডি/এএন