সিরাজগঞ্জে ৭ কলেজে শতভাগ ফেল

Published : ২০:২২, ১৭ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষায় এবার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল হয়েছে। এর মধ্যে পাঁচটি কলেজ এবং দুটি মাদরাসার একজনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। গত সাত বছরে জেলায় একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের শতভাগ ফেল হওয়া এটাই প্রথম ঘটনা।
শতভাগ ফেল করা কলেজগুলো হলো- শাহজাদপুর উপজেলার খুকনি মাল্টিলেটার হাইস্কুল অ্যান্ড কলেজ, ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ, সিরাজগঞ্জ সদরের ছোনগাছা মহিলা কলেজ, তাড়াশ উপজেলার মধুনগর আদিবাসী আদর্শ কলেজ এবং রাণীরহাট আদর্শ কলেজ।
আলিম পরীক্ষায়ও দুইটি মাদরাসা—উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এস অ্যান্ড বি ফাজিল মাদরাসা এবং বন্যাকান্দি আলিম মাদরাসা থেকে কেউ পাস করতে পারেনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এই ফলাফলকে অত্যন্ত হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার অভাবই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষাবিশেষজ্ঞ ও সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, এটি শুধুমাত্র কয়েকটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, পুরো জেলার শিক্ষাব্যবস্থার জন্য সতর্কবার্তা। তিনি উল্লেখ করেছেন যে, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, প্রশাসনিক নজরদারির অভাব এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা বড় সংকটে পরিণত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অনেক কলেজে নিয়মিত ক্লাস হয় না, প্রয়োজনীয় শিক্ষকও অনুপস্থিত। অনেকে প্রাইভেট পড়ার সামর্থ্য না থাকলেও বাধ্য হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গত বছর সিরাজগঞ্জে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ছিল দুইটি, এবছর তা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে এবং সাথে দুটি মাদরাসাও যোগ হয়েছে। শিক্ষাবিদদের মতে, এই ফলাফল শুধু পরিসংখ্যান নয়; এটি শিক্ষার গুণগত মানের অবনতির এক কঠোর বার্তা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জেলার প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা ধীরে ধীরে মূলধারার শিক্ষার বাইরে চলে যাবে।
বিডি/এএন