পল্টনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, বন্ধ যান চলাচল

পল্টনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, বন্ধ যান চলাচল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৯, ২২ অক্টোবর ২০২৫

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রাজধানীর পল্টন-প্রেসক্লাব সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা, ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন ইবতেদায়ি শিক্ষকরা। কিন্তু কিছু দূর যেতেই পুলিশি বাধার মুখে পড়ে তারা সড়কেই বসে পড়েন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, “আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আমাদের আবারও সড়কে নামতে হয়েছে। সরকারের ঘোষণার পরও এখনো জাতীয়করণের কোনো অগ্রগতি হয়নি, কেবল অজুহাত দেখানো হচ্ছে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদরাসাগুলোকে ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। তবে নয় মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিষ্ঠানকে এখনো জাতীয়করণের আওতায় আনা হয়নি।

শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—

১️. ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২️. ১,০৮৯টি যাচাই-বাছাইকৃত ইবতেদায়ি মাদরাসার এমপিও ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩️. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদরাসার এমপিও আবেদনের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ।
৪️. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫️. ইবতেদায়ি মাদরাসাগুলোর জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা।

শিক্ষক নেতা কাজী মোখলেছুর রহমান আরও বলেন, “জাতীয়করণের ঘোষণার পর শিক্ষকদের মনে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আমরা চাই, সরকার দ্রুত এই ঘোষণা বাস্তবে পরিণত করুক।”

অন্যদিকে, এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীতে টানা আন্দোলন করেছিলেন। এবার তাদের পথ ধরেই জাতীয়করণের দাবিতে রাস্তায় নামলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

শিক্ষকদের মতে, তাদের আন্দোলন সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি ছাড়া আর কিছু নয়—“আমরা শুধু সেই অধিকারটাই চাই, যা সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে,” বলেন এক আন্দোলনরত শিক্ষক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement