দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান খোলসা করলেন দীর্ঘদিনের সম্পর্কের কথা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান খোলসা করলেন দীর্ঘদিনের সম্পর্কের কথা

The Business Daily

Published : ১৭:০৫, ১১ আগস্ট ২০২৫

চলতি বছরে চারটি সিনেমা মুক্তি পেয়েছে চিরতরুণ অভিনেত্রী জয়া আহসানের। সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ব্যক্তিজীবন নিয়ে প্রথমবারের মতো খোলসা করেছেন। তিনি জানান, জীবনে একজন ‘বিশেষ মানুষ’ আছেন, যার সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক গড়ে উঠেছে। যদিও বিশেষ ব্যক্তির নাম জানাননি, তবে নিশ্চিত করেছেন যে তিনি সিনেমা–দুনিয়ার কেউ নন এবং সম্পর্কের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেননি।

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চলতি বছরে চারটি সিনেমা মুক্তি দিয়ে দুই বাংলায় নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমাগুলোতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে। এর পরেই কলকাতায় মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’, যা দর্শকদের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে জয়া আহসান তাঁর ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন। এ সাক্ষাৎকারে প্রথমবারের মতো তিনি জানান, তার জীবনে একজন ‘বিশেষ মানুষ’ আছেন এবং তাদের সম্পর্ক বহু বছর ধরে স্থায়ী রয়েছে।

জয়া বলেন, “হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।” যদিও বিশেষ ব্যক্তির নাম প্রকাশ করেননি, তবে পরিষ্কার করেছেন যে তিনি সিনেমা–দুনিয়ার কেউ নন। তিনি আরও জানান, সিনেমার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন, এমন কোনো সচেতন সিদ্ধান্ত নেননি। ঘটনা স্বাভাবিকভাবেই ঘটে গেছে।

এই স্বীকারোক্তি থেকে বোঝা যায়, জয়ার ব্যক্তিগত জীবনেও এখন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে, যা তার ভক্তদের জন্য নতুন ও আকর্ষণীয় সংবাদ।

জয়ার ব্যক্তিগত জীবনের এই প্রকাশিত তথ্য তার পেশাগত জীবনের সাফল্যের সঙ্গে মিলিত হয়ে তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক ও অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাৎকারটি দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ব্যক্তিজীবনের প্রতি তার খোলামেলা দৃষ্টিভঙ্গি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে জয়ার এই নতুন অধ্যায় কিভাবে গড়ে উঠবে, তা বড়জোর অপেক্ষার বিষয়।

A

শেয়ার করুনঃ
Advertisement