হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

The Business Daily

Published : ১৪:৪০, ১১ আগস্ট ২০২৫

হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার মামলা হয়। মামলাটি করেন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ, যিনি অভিযোগ করেছেন শমী কায়সার হামলায় সরাসরি জড়িত ছিলেন। সোমবার (১১ আগস্ট) জামিন মঞ্জুর হওয়ায় তিনি আপাতত মুক্ত হলেও মামলাটি চলমান রয়েছে।

অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন লাভ করেছেন। সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট তার পক্ষে দাখিল করা জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী হামলা চালায় এবং গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এতে বহু মানুষ আহত হন, যাদের মধ্যে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীও ছিলেন।

ইশতিয়াক মাহমুদের দাবি, এ হামলায় অভিনেত্রী শমী কায়সার সরাসরি জড়িত ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। মামলায় অন্যান্য অজ্ঞাতনামা আসামিও অন্তর্ভুক্ত রয়েছে।

ঘটনার পর শমী কায়সার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে অংশ নেননি এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার আইনজীবীও আদালতে যুক্তি দেন যে, অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রমাণহীন।

হাইকোর্টের জামিন আদেশের ফলে আপাতত মুক্তি পেলেও মামলার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী শুনানিতে মামলার সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

এই ঘটনায় সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ শমী কায়সারের পক্ষে সমর্থন জানালেও অনেকে মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের রায়ের মাধ্যমে সত্য উদঘাটনই হবে এই মামলার চূড়ান্ত সমাধান।

A

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement