মামুনের সঙ্গে আইনি জটিলতার মাঝেই মেহেদী শুভকে বিয়ে করলেন লায়লা

মামুনের সঙ্গে আইনি জটিলতার মাঝেই মেহেদী শুভকে বিয়ে করলেন লায়লা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বহু বছর ধরেই আলোচনায় আছেন টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুন। প্রেমের সম্পর্ক থেকে শুরু করে ভাঙন—সবকিছু নিয়েই বারবার উত্তপ্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

আড়াই বছর একসঙ্গে থাকার পর নানা টানাপোড়েন তৈরি হয় তাদের সম্পর্কে। কখনো লায়লা অভিযোগ এনেছেন মামুনের বিরুদ্ধে, আবার কখনো মামুন করেছেন পাল্টা অভিযোগ। সেই বিরোধ একসময় আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে তাদের সম্পর্কভাঙন নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

২০২৩ সালের ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ মামলা করেন লায়লা আখতার। পরের দিনই কুমিল্লা থেকে গ্রেফতার হন মামুন। কিছুদিন পর জামিনে ছাড়া পান তিনি।

এরপর ২০২৪ সালে আবারও লায়লা ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার পর পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ডিজির তথ্য অনুসারে, ২০২৩ সালের ৪ জুন মামুন লায়লার বারিধারা ডিওএইচএসের বাসায় গিয়ে মামলা তুলে নিতে চাপ দেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করলে ভাটারা থানা পুলিশ মামুনকে গ্রেফতার করে। তবে পরবর্তীতে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এখনো লায়লা ও মামুনের মধ্যে আইনি লড়াই চলমান।

এরই মাঝে লায়লার নতুন সম্পর্কের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে, আলোচিত এই টিকটকার বিয়ে করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর মেহেদী শুভকে। একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক-টিকটকে, যেখানে বধূবেশে দেখা যায় লায়লাকে আর বরবেশে মেহেদীকে। দুজনকে হাসিমুখে বিয়ের বিষয়টি ভক্তদের জানাতেও দেখা গেছে।

তবে একটি সূত্র জানিয়েছে, বিষয়টি আসল বিয়ে নয়, বরং একটি ব্রাইডাল ফটোশুট। যেখানে মেহেদী শুভ ও লায়লা বধূ-বর সাজে ভিডিও কনটেন্ট তৈরি করেন।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মেহেদী শুভ, যিনি সামাজিক মাধ্যমে ‘মেহেদী শুভ ভাইয়া’ নামে পরিচিত, নিয়মিতই লায়লার সঙ্গে বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। সাম্প্রতিক ব্রাইডাল ফটোশুটও সেই ধারাবাহিকতার অংশ।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে লায়লা ও মেহেদীকে বলতে শোনা যায়, ‘যা হওয়ার হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই।’ একে অপরকে খাইয়ে দেওয়ার দৃশ্যও রয়েছে ভিডিওতে। এর কারণেই তাদের বিয়ের খবর ভাইরাল হয়ে পড়ে। যদিও আসল বিয়ে হয়নি, তবে তারা সম্পর্কে আছেন বলে গুঞ্জন রয়েছে।

তবে ভক্তরা এখনো অপেক্ষায়—কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন লায়লা ও মেহেদী শুভ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement