জুবিনের ডেথ সার্টিফিকেট প্রকাশ, সামনে এলো মৃত্যুর প্রকৃত কারণ

জুবিনের ডেথ সার্টিফিকেট প্রকাশ, সামনে এলো মৃত্যুর প্রকৃত কারণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

স্কুবা ডাইভিং (অক্সিজেন ট্যাংক নিয়ে পানির নিচে সাঁতার কাটতে গিয়ে) দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতজুড়ে।

প্রিয় শিল্পীকে শেষবারের মতো বরণ করে নিতে আসামে নেমেছিল জনস্রোত। ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে করে তার কফিন পৌঁছায় কাহিলিপাড়ার বাড়িতে, প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে। শোকে স্তব্ধ শহরের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কান্নাভেজা চোখে বিদায় জানান তাদের প্রিয় তারকাকে।

এনডিটিভি জানিয়েছে, গত রোববার (২১ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে জুবিন গর্গের মরদেহ পৌঁছায় গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী গরিমা গর্গ ও আসাম সরকারের শীর্ষ কর্মকর্তারা। বিমানবন্দরে হাজারও ভক্ত ভিড় করেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে।

২৫ কিলোমিটার দীর্ঘ পথে বিমানবন্দর থেকে কাহিলিপাড়া পর্যন্ত মানুষ ফুল ছিটিয়ে, হাতজোড় করে, কান্নায় ভেঙে পড়ে তাকে বিদায় জানান। শোভাযাত্রায় ছিল জুবিনের প্রিয় ছাদখোলা গাড়ি, সঙ্গে ছিলেন ব্যান্ডের সদস্যরা। ভক্তরা তখন গেয়ে ওঠেন তার গান, স্লোগান দেন, “জয় জুবিন দা”।

কারও হাতে ছিল জুবিনের ছবি, কারও হাতে ঐতিহ্যবাহী অহমীয়া ‘গামছা’, যেখানে লেখা ছিল— “জে জি ফরএভার”।

এদিকে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠলেও ডেথ সার্টিফিকেটে স্পষ্ট উল্লেখ রয়েছে— তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সিঙ্গাপুর হাইকমিশনের পাঠানো ওই সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে— ‘জলে ডুবে মৃত্যু’।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement