কনসার্ট ছাড়ার ঘোষণা দিলেন তাহসান

Published : ১২:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৫
দেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই শিল্পী উদ্যাপন করছেন তার ২৫ বছরের সংগীতযাত্রার বিশেষ মুহূর্ত। সফরের অংশ হিসেবে পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে ভক্তদের উদ্দেশে চমকপ্রদ সিদ্ধান্ত জানান তিনি।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়— “এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হয়ে উঠছে, এখন আর স্টেজে দাঁড়িয়ে এভাবে লাফালাফি করা ভালো লাগে না।”
তিনি আরও জানান, ইতিমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।
এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তাহসান। গত বছর তিনি জানিয়েছিলেন— “আমি ২০ বছর ধরে অভিনয় করছি। মাঝে মাঝে নিজেকে বিরতি দিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে বা ভালো কাজ না পেলে থেমে যাওয়া জরুরি।”
অভিনয় ও সংগীত থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার পেছনে শারীরিক সমস্যার কথাও জানিয়েছেন তিনি। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ ধরা পড়েছে। এই সমস্যায় গলার গঠন বদলে যায়, ফলে গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুইই কমে আসে।
২০১৮ সাল থেকেই এ সমস্যা শুরু হয়। তখনই ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন— “যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতা কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।”
‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরে একক শিল্পী হিসেবে এবং তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের হয়ে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর হয়ে নানা কনসার্টে পারফর্ম করছিলেন।
BD/AN