অস্কারের যাত্রায় ভারতের ‘হোমবাউন্ড

Published : ১১:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৫
অস্কারের মঞ্চে আবারও ভারতের তিরঙ্গা উড়তে চলেছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরিতে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে নীরজ ঘায়ওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। ইশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত এ আবেগঘন সিনেমাটি বিশ্ব দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করবে।
‘হোমবাউন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে দুই তরুণকে কেন্দ্র করে, যারা পুলিশে যোগদানের স্বপ্নে প্রস্তুতি নিচ্ছে। তাদের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম আর অনমনীয় ইচ্ছাশক্তির কাহিনিই ছবির মূল বার্তা। নির্মাতা নীরজ ঘায়ওয়ানের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং শিল্পীদের অসাধারণ অভিনয় ছবিটিকে করেছে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।
মুক্তির আগেই সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটি আগামী সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে অস্কার অভিযাত্রায় যোগ দেওয়ায় এর প্রতি দেশ-বিদেশের আগ্রহ এখন বহুগুণ বেড়ে গেছে।
এই স্বীকৃতি শুধু নির্মাতা দলকে গর্বিত করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সিনেমার অবস্থানকেও করেছে আরও শক্তিশালী। এখন সবার চোখ থাকবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কারের আসরে ‘হোমবাউন্ড’-এর সাফল্যের দিকে।
BD/AN