স্টার কিডদের সুবিধা মানলেন জাহ্নবী কাপুর

স্টার কিডদের সুবিধা মানলেন জাহ্নবী কাপুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০১, ৪ অক্টোবর ২০২৫

বলিউডে বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে “স্টার কিড বনাম আউটসাইডার” বিতর্ক। সম্প্রতি এই সংবেদনশীল বিষয়টি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ফিল্মফেয়ারকে দেওয়া এক candid সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন—চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়ায় স্টার কিডদের অনেক সুবিধা থাকে, তবে সেই সুবিধা কখনোই বাইরে থেকে আসা প্রতিভাবান শিল্পীদের সঙ্গে তুলনীয় নয়।

জাহ্নবী বলেন, “প্রত্যেক শিল্পীরই নিজস্ব সংগ্রাম থাকে, কিন্তু দর্শক কিংবা সহকর্মীরা স্টার কিডদের সেই সংগ্রামের গল্প শুনতে আগ্রহী নন। আমাদের প্রিভিলেজ আছে—এটা সত্যি, এবং তাই কেউ শুনতে না চাওয়াটা একদমই স্বাভাবিক। অভিযোগ করার কিছু নেই, বরং কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা সুযোগ পেয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আমি শিল্পজগতে বিভাজন পছন্দ করি না, তবে বুঝি কেন দর্শকরা আউটসাইডারদের গল্পে বেশি আবেগ খুঁজে পান। স্টার কিড হিসেবে আমাদের উচিত নিজেদের অবস্থান স্বীকার করা এবং সহানুভূতি চাওয়ার পরিবর্তে কৃতজ্ঞ থাকা।”

জাহ্নবীর এই খোলামেলা বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউডে। তার মন্তব্যে স্পষ্ট হয়েছে—প্রিভিলেজ ও সংগ্রাম একই মুদ্রার দুই পিঠ, যেখানে প্রতিটি শিল্পীই নিজের জায়গা তৈরি করতে লড়াই করে যাচ্ছেন, তা তিনি স্টার কিড হোন বা আউটসাইডার।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement