শবনম ফারিয়া: মাশরাফি সবসময়ই মার্ভেলাস ক্যাপ্টেন

শবনম ফারিয়া: মাশরাফি সবসময়ই মার্ভেলাস ক্যাপ্টেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৮, ৫ অক্টোবর ২০২৫

অভিনেত্রী শবনম ফারিয়া বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এই পোস্টে তিনি জানিয়েছেন, মাশরাফির কারণে তার শৈশব রঙিন ও স্মরণীয় হয়ে উঠেছে।

শবনম ফারিয়া বলেন, “জীবন আমাদের যেখানেই নিয়ে যাক, বা নানা ক্ষেত্রে আমাদের মতামত যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই ‘মার্ভেলাস ক্যাপ্টেন’ হিসেবেই থাকবেন।”

তিনি আরও জানান, খেলার নিয়ম-কানুন বোঝার আগেই বাবার সঙ্গে ক্রিকেট দেখা শুরু করেছিলেন, কিন্তু খেলাটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই মাশরাফি তার প্রিয় হয়ে ওঠেন এবং এখনও তেমনই আছেন।

নিজের আবেগ প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, “১০ বছর বয়স থেকে মাশরাফির প্রতিটি লেখা এবং ছবি সংগ্রহ করা শুরু করি, এবং এখন ৩৪ বছর বয়সে সেই অভ্যাস এখনও চালিয়ে যাচ্ছি।

ততটাই উল্লাস এবং ভালোবাসা নিয়ে তার জন্য আনন্দিত থাকি। কিছু জিনিস সত্যিই কখনো বদলায় না।”

তিনি মাশরাফিকে শুধু একজন ক্রিকেটারের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শবনম বলেন, “একজন নির্ভীক ফাস্ট বোলার থেকে শুরু করে যোদ্ধা অধিনায়ক—যিনি আমাদের হৃদয় ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন—মাশরাফি আমার কাছে কেবল একজন খেলোয়াড় নয়।

তিনি এক আবেগ, স্থিতিস্থাপকতার প্রতীক। আমাদের মনে করিয়ে দেন যে জীবন যতবারই চাপ দিক, আমরা আরও শক্তিশালী ও সাহসী হয়ে উঠি।”

শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, “লড়াই ও অনুপ্রেরণার এই স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং সামনের আরও অনেক অর্জনের জন্য শুভ কামনা। এভাবেই এগিয়ে চলুন।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement