দর্শকপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।
নিসচার এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি কানাডা থেকে যুক্ত হয়ে তার ছেলে মিরাজুল মইন জানান, চিকিৎসার জন্য বাবা সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। বর্তমানে তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তিনি জানান, গত ২৬ এপ্রিল থেকে ইলিয়াস লন্ডনের তাদের বাসায় অবস্থান করছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ারের নেতৃত্বে চিকিৎসা চলছে।
৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। পুরো টিউমার সরাসরি অপসারণ করলে জীবন ঝুঁকি, প্যারালাইসিস এবং কথার ক্ষমতা হারানোর আশঙ্কা থাকায় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আংশিক অপসারণ করা হয়।
বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে টার্গেট থেরাপি শুরু হয়েছে, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে এবং এর পরে চার সপ্তাহ বিশ্রামের পর ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন।
লন্ডনে দীর্ঘ সময় অবস্থানের কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্তও আছেন। আরিফুল ইসলাম বলেন, “তিনি সবকিছু বুঝছেন। দীর্ঘ সময় কর্মব্যস্ত জীবন থেকে লন্ডনের ঘরবন্দি জীবন তাঁকে কিছুটা ভেঙে দিয়েছে।
থেরাপির কারণে শরীরও ক্লান্ত, তাই মুঠোফোনে কথা বলা এখন কঠিন। তবুও তিনি নিরাপদ সড়ক চাই সংস্থার কার্যক্রমে নিয়মিত আপডেট রাখছেন। চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা ও সোনিয়া নিয়মিত তার খোঁজ রাখছেন।”
তিনি আরও বলেন, “চিকিৎসা শুরু হওয়ার পর আব্বুর ফোন প্রায় বন্ধ থাকায় অনেকেই হয়তো তার খবর জানতে পারছেন না। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”