কলকাতায় জয়া আহসানকে ঘিরে বিতর্ক

কলকাতায় জয়া আহসানকে ঘিরে বিতর্ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৬, ৫ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জয়া আহসানকে ঘিরে বিজেপির বিক্ষোভের ঝড় উঠেছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোয় এই প্রতিবাদ জানানো হয়।

রোববার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। তবে জয়াকে সরাসরি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি; তিনি মঞ্চ ছাড়ার পরই বিজেপি বিক্ষোভ-মানববন্ধন শুরু করে। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যাল জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল।

মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মঞ্চে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবং দর্শকদের সঙ্গে কথোপকথনও করেন।

কিন্তু জয়া মঞ্চ ত্যাগ করার পরই বিতর্ক তুঙ্গে ওঠে। প্রশ্ন উঠেছে, কার্নিভ্যালে জয়া আহসানকে কেন আমন্ত্রণ জানানো হলো। বিজেপির অভিযোগ, বাংলাদেশি অভিনেত্রীকে স্থানীয় পূজা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো মা দুর্গাকে অপমানের সমতুল্য।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, রাজ্যের নিজের শিল্পী ও সংস্কৃতিকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। তারা বলছেন, এর ফলে বাংলার স্থানীয় শিল্পীদের অবমূল্যায়ন হচ্ছে এবং অনুষ্ঠানটি কেবল গ্ল্যামারের পরিচয় পেয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement