মনখারাপের সুরে আসিফ আলতাফের ‘ব্যবধান

Published : ১৬:২৩, ৫ অক্টোবর ২০২৫
‘ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুইদিকে ছুটল দুটি প্রাণ’—এমন আবেগময় কথায় মুক্তি পেয়েছে গায়ক আসিফ আলতাফের নতুন মিউজিক ভিডিও ‘ব্যবধান’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কম্পোজ করেছেন তিনি নিজেই।
এটি প্রকাশিত হয়েছে তার ইউটিউব চ্যানেল ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ এবং ফেসবুক প্রোফাইলে।
গানটির ভাবনা নিয়ে আসিফ আলতাফ বলেন, “জীবনের প্রতিটি সম্পর্কে একসময় এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়। যাকে ছাড়া বেঁচে থাকা কল্পনাই করা যায় না, সেই মানুষটিই কখনো অচেনা হয়ে যায়—এই ব্যবধানের গল্পই গানটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হয়তো শ্রোতাদের হৃদয়ে এই গান নিজেদের গল্পের প্রতিচ্ছবি হয়ে উঠবে।”
তিনি আরও জানান, “বিরহের গান সব সময়ই শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই এবার মন খারাপের আবহে একটি নিরেট প্রেম-বিচ্ছেদের গান করতে চেয়েছি। কথা ও সুর তৈরি ছিল আগেই, এবার সেটিকে নতুনভাবে উপস্থাপন করলাম। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
মিউজিক ভিডিও প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, “দেশের বাইরের এক মনোরম লোকেশনে ভিডিও ধারণ করা হয়েছে। দর্শক গানটির প্রতিটি দৃশ্য ও সুরে একসাথে মন, কান ও চোখের প্রশান্তি পাবেন।”
ক্যারিয়ারের শুরুতেই ‘জুতো’ ও ‘যন্ত্র’ গান দিয়ে শ্রোতাদের দৃষ্টি কাড়েন আসিফ আলতাফ। পরবর্তীতে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া ‘কাঁটাতার’ ও ‘লক্ষ্য একই’ তাকে আরও জনপ্রিয় করে তোলে। এরপর ধারাবাহিকভাবে তিনি উপহার দেন একের পর এক শ্রোতাপ্রিয় গান—ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’, যেগুলো বাংলাদেশ ছাড়িয়ে ভারতের বাংলা শ্রোতাদের মাঝেও সমাদৃত হয়।
তার গাওয়া ‘টাকা’ গানটি ইউটিউবে এক কোটির বেশি ভিউ পেয়েছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ভারতের চাপিয়ে দেওয়া বন্যা ও দেশীয় দালালদের নিয়ে তৈরি প্রতিবাদী গান ‘দালালের বন্যা’ কয়েক কোটি মানুষ শুনেছেন। এছাড়া ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, ও সুফি ঘরানার গান ‘ফিকির’–সহ আরও অনেক গানেই আসিফ আলতাফ তার স্বকীয়তা ও সৃজনশীলতা প্রমাণ করেছেন।
বিডি/এএন