আলিয়া ভাটের টানা জয় নিয়ে প্রশ্ন বলিউডে

আলিয়া ভাটের টানা জয় নিয়ে প্রশ্ন বলিউডে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১১, ১২ অক্টোবর ২০২৫

সদ্য অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান আবারও বলিউডজুড়ে আলোচনার ঝড় তুলেছে। এ বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে আবারও শিরোনামে এসেছেন আলিয়া ভাট—তাঁর অভিনীত ‘জিগরা’ ছবির জন্য।

এটি আলিয়ার ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার জয়, যা তাঁকে নূতন ও কাজলের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে দিয়েছে এক রেকর্ড গড়ে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, টানা তিন বছর ধরে তিনি এই সম্মান অর্জন করলেন।

তবে তাঁর এই ধারাবাহিক সাফল্য যেমন ভক্তদের উচ্ছ্বসিত করেছে, তেমনি জন্ম দিয়েছে নতুন বিতর্কেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন,

আলিয়ার পুরস্কারজয় কি সত্যিই যোগ্যতার প্রতিফলন, নাকি বলিউডের দীর্ঘদিনের স্বজনপ্রীতিরই পুনরাবৃত্তি? অনেকে মন্তব্য করেছেন, প্রতিবারই যেন আলিয়ার নাম ঘোষণা হওয়া এখন একরকম ‘প্রথায়’ পরিণত হয়েছে।

একজন নেটিজেন লিখেছেন, “এই বছর ভেবেছিলাম হয়তো নতুন কেউ জিতবে, কিন্তু আবারও আলিয়া!”
অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ার আর দরকার কী? ফিল্মফেয়ার ঘোষণা করে দিক—আলিয়া ভাট আজীবন সেরা অভিনেত্রী!”

এমন সমালোচনার ভেতরেও আলিয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁর পুরনো কাজগুলো—‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘রকি অর রানি কি প্রেম কাহানি’—এর জন্যও তিনি আগেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে, ‘জিগরা’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ভাই-বোনের ভালোবাসার গল্পনির্ভর এই সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা এবং প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ও আলিয়ার নিজস্ব প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনস।
যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি, তবু আলিয়ার অভিনয় নিয়ে আলোচনা থামছে না—কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন পুরস্কারের ন্যায্যতা নিয়ে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement