বাবা-মায়ের ভরণপোষণ দেন না রিপন মিয়া

বাবা-মায়ের ভরণপোষণ দেন না রিপন মিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৩, ১৪ অক্টোবর ২০২৫

দেশের নতুন প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, বর্তমানে সামাজিক মাধ্যমে তুঙ্গে জনপ্রিয়। ছোটখাটো ভিডিও তৈরির কাজ দিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমানে বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা এবং বিভিন্ন মিডিয়া প্রজেক্টে তার নাম দেখা যাচ্ছে।

তবে এই জনপ্রিয়তার মধ্যে রিপন মিয়া যেনো তার নিজের পরিচয় ও পারিবারিক পটভূমিকে ভুলে যাচ্ছেন। বিশেষ করে মা-বাবার গরিব হওয়ার বিষয়টি প্রকাশ করতে চাইছেন না তিনি।

আজ মঙ্গলবার, দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ তাদের অনুসন্ধানে এই তথ্য প্রকাশ করেছে। সংবাদে বলা হয়েছে, রিপনের মা অভিযোগ করেছেন যে, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পর তিনি গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান।

রিপন মিয়া পুরনো ভাঙা বাড়ি ছাড়িয়ে এখন আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। তবে পরিবারকে ভরণপোষণ দেওয়ার বিষয়টি তিনি করেন না। তার মা এটিএন নিউজকে বলেন,

“খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে ওর মান-সম্মান নষ্ট হতে পারে। ও বাড়ি করেছে।”

মা জানাচ্ছেন, রিপনের বিয়ে পারিবারিকভাবে দেওয়া হয়েছে, এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে এই তথ্য অস্বীকার করেছেন রিপন মিয়া। সংবাদে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, যাকে তিনি তার স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, আসলে তিনি তার বড় ভাইয়ের স্ত্রী।

গতকাল নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রিপন আরও একবার অভিযোগ তুলেছেন যে, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

তবু বাবা-মায়ের জন্য তার মা মন খুলে দোয়া করেন। তিনি বলেন,

“আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে। আরো বড় হোক, দোয়া করি।”

রিপনের বাবা জানান, প্রথমদিকে তার সহযোগিতায় রিপন ভিডিও বানাত। কিন্তু পরে অন্য কারো সঙ্গে ভিডিও বানাতে গিয়ে তাকে বাদ দেওয়ায়, বাবা এখন ছেলের ভিডিও দেখেন না, যদিও খোঁজখবর নেন। তিনি আরও জানান, ছেলে ভরণপোষণ দেয় না, কিন্তু পারিবারিক সম্পর্ক এখনও বজায় আছে।

এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে রিপন মিয়া সরাসরি বলেন,

“আমি ইন্টারভিউ দিই না।”

পরিবারের বিষয়ে প্রশ্ন করলে তিনি মিথ্যা তথ্য দেন। স্ত্রী ও দুই সন্তান থাকার পরও তিনি বলেছেন,

“আমি এখনো বিয়ে করিনি। যে নারীকে আমার স্ত্রী বলা হচ্ছে, তিনি আমার বড় ভাইয়ের বউ। ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?”

এই বিতর্কের মাধ্যমে দেখা যাচ্ছে, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পরও ব্যক্তিগত জীবন ও পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে রিপন মিয়ার মনোজগতে জটিলতা রয়েছে। তবে পরিবার এখনও তার জন্য দোয়া করে চলেছে এবং তাকে সমর্থন দিচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement