স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজিতে ডানস্টের প্রত্যাবর্তন

Published : ১৬:১৫, ১৬ অক্টোবর ২০২৫
২০০২ থেকে ২০০৭ সালের স্যাম রাইমির পরিচালিত স্পাইডার-ম্যান ত্রয়ীতে পিটার পার্কার ও মেরি জেন ওয়াটসনের চরিত্রে দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিলেন টবি ম্যাগুইর ও কার্স্টেন ডানস্ট। দীর্ঘ সময়ের পর এবার নতুন করে সেই জুটিকে বড় পর্দায় ফের দেখার সম্ভাবনা জোরালোভাবে ঘুরেফিরে আসছে।
সম্প্রতি ‘দ্য সুপস শো’ অনুষ্ঠানে কার্স্টেন ডানস্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি মেরি জেন ওয়াটসনের চরিত্রে ফেরার আগ্রহ রাখেন। তবে এবার গল্পটি নতুন মোড় পেতে পারে, যেখানে মেরি জেন পিটার পার্কারের স্ত্রী এবং সন্তানের মা হিসেবে দেখা যাবে। তিনি বলেন, “আমি অবশ্যই ফিরে আসতে চাই, বিশেষ করে যদি সিনেমার গল্প পিটার ও মেরির পরিবার গঠনের উপর ভিত্তি করে হয়। এটা দেখাটা সত্যিই মজার হবে। আমি টবি ম্যাগুইরের সঙ্গে আবার সেই চরিত্রে ফিরব, সঙ্গে আমাদের সন্তানদের নিয়ে।”
২০১২ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ সিনেমার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি রিবুট হওয়া সত্ত্বেও, টবি ম্যাগুইরের হঠাৎ ফেরার পর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় রাইমির ইউনিভার্সের পুনর্জাগরণ নিয়ে আলোচনা জোরদার হয়। এই সিনেমায় টবি ম্যাগুইরের পিটার পার্কারের গল্প এখনও অসমাপ্ত রয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
এদিকে, ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার কো-রাইটার ম্যাটসন টমলিন স্পাইডার-ম্যান ৪-এর জন্য একটি স্ক্রিপ্ট পিচ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি চাই টবি ম্যাগুইরের স্পাইডার-ম্যানকে একজন স্বামী ও পিতার চরিত্রে দেখানো হোক। বিগত কিছু সিনেমার থেকে তিনি এই ধরনের গল্পে বেশি আকৃষ্ট।
বর্তমানে সনি ও মার্ভেল টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে কাজ করছে। তবে রাইমির স্পাইডার-ম্যান ত্রয়ীর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টবি ম্যাগুইরের স্পাইডার-ম্যানের নতুন অধ্যায় দেখতে।
বিডি/এএন