‘মা তুমি ইড্ডা কী করলা, আমার জীবনডা শেষ করলা’

Published : ১২:৪৮, ১৫ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া—নেটদুনিয়ার এক পরিচিত মুখ, যিনি আবারও আলোচনার ঝড় তুলেছেন, তবে এবার অন্য কারণে।
একদিকে টেলিভিশন প্রতিবেদনে উঠে এসেছে মা-বাবাকে অবহেলার অভিযোগ, অন্যদিকে ভাইরাল হয়েছে এক আবেগঘন ভিডিও—এই দুই বিপরীত চিত্র যেন মুহূর্তেই বদলে দিয়েছে পুরো পরিস্থিতির মোড়।
প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় এই কনটেন্ট নির্মাতা বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা থাকছেন এবং নাকি তার মা–বাবার খরচ বহন করেন না। প্রতিবেদনে রিপনের মায়ের কণ্ঠে উঠে আসে গভীর অভিমান—“খুব কষ্ট করে মানুষ করছি, এখন পরিচয়ও দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান-ইজ্জত না থাকে!”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনদের একাংশ রিপনকে ‘অহংকারী’, ‘অবজ্ঞাকারী সন্তান’ আখ্যা দেন। সমালোচনার তীব্রতায় সামাজিক মাধ্যমে একরকম ঝড় বয়ে যায়।
কিন্তু ঠিক পরদিনই সেই বিতর্ক নেয় নাটকীয় মোড়। রিপনের একটি নতুন ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—তিনি কান্নায় ভেঙে পড়েছেন, মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভরা গলায় বলছেন, “তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!” দৃশ্যটি এতটাই হৃদয়স্পর্শী যে, মা-ছেলে দুজনেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকে।
এরপর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। যারা আগে রিপনকে কটাক্ষ করছিলেন, তাদের অনেকেই এবার সহানুভূতিশীল হয়ে ওঠেন। কেউ লিখেছেন, “ভুল হতেই পারে, কিন্তু অনুতাপ থাকলে ক্ষমা প্রাপ্য।” আবার কেউ বলেছেন, “মা-ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র, ওরা যেন আবার আগের মতো হয়।”
নেত্রকোনার এক সাধারণ কাঠমিস্ত্রির ছেলে রিপন মিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে—একটি সহজ-সরল ভিডিওর মাধ্যমে। “বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত”—এই সংলাপের আবেগ ও আঞ্চলিক ভাষা তাকে মুহূর্তেই ভাইরাল করে তোলে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বাড়তে থাকে দ্রুত। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও পিছু নেয় তাকে প্রায়ই।
সর্বশেষ এই ঘটনাই যেন আবারও প্রমাণ করল—নেটদুনিয়ার খ্যাতি যেমন মুহূর্তে উত্থান ঘটায়, তেমনি এক নিমিষেই মানুষের ভালোবাসা-ঘৃণার কেন্দ্রেও ফেলে দিতে পারে।
বিডি/এএন