সাবা খান ট্রোলড হলেন করিনা-সাইফের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে

সাবা খান ট্রোলড হলেন করিনা-সাইফের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০০, ১৭ অক্টোবর ২০২৫

পরিবারের অধিকাংশ সদস্য বিনোদন জগতে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এই দলে শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা খান তুলনামূলকভাবে কিছুটা ভিন্ন পথ নিয়েছেন।

তিনি অভিনয় বা সিনেমার জগতে নয়, বরং নামি অলঙ্কারশিল্পী হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি সময় পেলে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। বিশেষভাবে ভাতৃবধূ করিনার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাবা করিনাকে নিজের বড় আদরের ভাবিজান হিসেবে অত্যন্ত স্নেহ করেন এবং সামাজিক মাধ্যমে প্রায়ই তাদের ছবি শেয়ার করেন।

সম্প্রতি করিনা ও সইফের ১৩তম বিবাহবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সাবা ইনস্টাগ্রামে করিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমরা সেই আগের মতোই আছ। তোমাদের মধ্যে আগের উষ্ণতা আজও বজায় রয়েছে। তোমরা এরকমই থাকো। আমাদের পরিবারে তোমাকে আরও একবার স্বাগত।’

তবে এই সৌজন্যপূর্ণ পোস্টেই নেটিজেনদের একাংশ ট্রোলিং শুরু করেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘আপনার ভাবিজান করিনা মোটেই আপনাকে পছন্দ করে না। আপনাকে পাত্তাও দেয় না। সমস্ত ভাব সোহার সঙ্গে।’ এর ফলে সাবার শেয়ার করা পোস্টটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement