দেব-রুক্মিণীর দূরত্ব নিয়ে টালিউডে গুঞ্জন

দেব-রুক্মিণীর দূরত্ব নিয়ে টালিউডে গুঞ্জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ২২ অক্টোবর ২০২৫

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী বরাবরই প্রেমের গল্পের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন তুঙ্গে উঠেছে।

বিশেষ করে দেবের জীবনের গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠানে রুক্মিণীর অনুপস্থিতি এবং তাদের সম্পর্ক নিয়ে ছোড়া মিষ্টি-কটূ মন্তব্যগুলো নেটিজেন ও সিনেপাড়ায় আলোচনা সৃষ্টি করেছে।

দেবের ২০ বছর পূর্তি উদযাপন থেকে শুরু করে তার প্রযোজনা ও অভিনীত ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনীতে রুক্মিণীর না থাকার বিষয়টি নেটিজেনদের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে। এতদিন কলকাতায় থাকলেও, বর্তমানে কাজের জন্য তিনি মুম্বাইতে অবস্থান করছেন, কেবল কালীপূজোর জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় এসেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুক্মিণী জানিয়েছেন, তিনি কাজের জন্য বাইরে আছেন এবং কালীপূজোর জন্য একদিন কলকাতায় রয়েছেন, এরপর আবার দিল্লি চলে যাবেন।

রুক্মিণী দেবের পাশে না থাকার প্রসঙ্গে রহস্যময় হাসি দিয়ে বলেন, “একটাই কথা, আমাকে খুঁজতে থাকো।” এই প্রতিক্রিয়ার ফলে বিচ্ছেদের গুঞ্জনের আগুন আরও তীব্র হয়েছে।

অন্যদিকে, দেবও সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির প্রচারের সময় স্পষ্ট করে জানিয়েছেন, যারা বিচ্ছেদের গুঞ্জন ছড়াচ্ছে, তারা তাঁর সঙ্গে নেই। তিনি বলেন, “আমাদের সম্পর্ক ১২ বছর ধরে রয়েছে, আর কখনো এটি নিয়ে আলোচনা করি নি। তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?”

এর আগে রুক্মিণী একবার ইনস্টাগ্রামে দেবকে আনফলো করার কারণে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন বেড়ে যায়। তবে উভয়েরই স্পষ্ট কোনো মন্তব্য না থাকায় ভক্তদের মধ্যে এই সম্পর্ক নিয়ে কৌতূহল এবং জল্পনা আরও চরমে পৌঁছেছে।

সব মিলিয়ে, দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে টালিউডে চলছে নতুন গুঞ্জনের ঢেউ, যেখানে অনুপস্থিতি, ইনস্টাগ্রাম পোস্ট এবং রহস্যময় মন্তব্য সবই ভক্ত ও নেটিজেনদের কৌতূহলকে তীব্র করেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement