বিজয়-রাশমিকা দীপাবলিতে একসঙ্গে, ভিডিওতে ধরা পড়ল রোমাঞ্চ

Published : ১৮:৩৬, ২১ অক্টোবর ২০২৫
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা আবারও আলোচনায়। শোবিজ দুনিয়ায় জোর গুঞ্জন— তারা নাকি সম্প্রতি বাগদান সেরে ফেলেছেন।
একাধিক সূত্র জানিয়েছে, গত ৩ অক্টোবর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও প্রিয় বন্ধুদের উপস্থিতিতে একান্ত পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও এখনো পর্যন্ত দুজনের কেউই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
দীপাবলির দিন বিজয় দেবরকোন্ডা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়— আতশবাজির আলোয় উজ্জ্বল মুখে তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ভিডিওর পেছনে শোনা যায় এক নারীকণ্ঠ, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর আলোচনা— সেই কণ্ঠ কি তবে রাশমিকার?
ভিডিওর ক্যাপশনে বিজয় লেখেন, “হ্যাপি দিওয়ালি টু ইউ অল, মাই পিপল :) দিওয়ালি অলওয়েজ হ্যাস বিন মাই ফেবারিট ফেস্টিভাল। সেন্ডিং ইউ অল বিগ হাগস অ্যান্ড মাই লাভ।”
মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, “মিসিং রাশমিকা ভাবি।” আরেকজন জানতে চেয়েছেন, “ইজ দ্যাট রাশি’স ভয়েস?”
অন্যদিকে, রাশমিকা মন্দানা দীপাবলির দিন তাঁর নতুন ছবি ‘থাম্মা’র প্রচারণায় ব্যস্ত ছিলেন। আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনীত এই সিনেমার প্রচারের ফাঁকে তিনি ইনস্টাগ্রামে ট্র্যাডিশনাল পোশাকে কিছু ছবি পোস্ট করে লিখেন, “হ্যাপি দিওয়ালি। সেন্ডিং ইউ অল লাভ অ্যান্ড লাইট অলওয়েজ।”
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় ও রাশমিকা সত্যিই বাগদান সেরেছেন এবং তাঁদের বিয়ের সম্ভাব্য সময়ও নাকি ঠিক হয়ে গেছে— ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে পারেন।
সম্প্রতি রাশমিকার এক সাড়ি পরা ছবি, যেখানে তাঁর কপালে তিলক দেখা যায়, এই গুঞ্জনকে আরও উসকে দেয়। সেই পোস্টে রাশমিকা লেখেন, “হ্যাপি দাশেরা মাই লাভস...দিস ইয়ার, আই অ্যাম ফিলিং এক্সট্রা গ্রেটফুল।”
তাঁদের প্রেমের খবর প্রথম ছড়ায় ২০২৩ সালের জানুয়ারিতে, মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর পর। এরপর একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি রাশমিকা ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনীতে বিজয়ের পরিবারের সঙ্গেও উপস্থিত ছিলেন।
গত এপ্রিলে নিজের জন্মদিনে রাশমিকা ওমানে ছিলেন, আর কিছুদিন পর বিজয়ও একই ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি পোস্ট করলে সেই জল্পনা আরও দৃঢ় হয়।
বিডি/এএন