প্রযুক্তিতে নতুন ধারা: স্মার্ট আয়না

Published : ১৯:৩৩, ২২ অক্টোবর ২০২৫
স্মার্ট ঘড়ি, চশমা ও রিংয়ের পর এবার প্রযুক্তি জগতে আলোচনায় এসেছে ‘স্মার্ট আয়না’।
আধুনিক জীবনযাপনকে আরও সহজ ও সুস্থ রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আনছে এআই-চালিত এই নতুন ধরণের আয়না, যা ফিটনেস, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দৈনন্দিন ব্যবহারে বিশেষভাবে কার্যকর।
যদিও স্মার্ট আয়নার ধারণা নতুন নয়, তবে এতদিন তা সীমিত ছিল প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই। এখন এটি বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠছে এবং অনেক প্রতিষ্ঠান একে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতায় নেমেছে।
ম্যাজিক ফিট: জিমের ডিজিটাল সহকারী
‘ম্যাজিক ফিট’ নামের একটি প্রতিষ্ঠান ফিটনেসপ্রেমীদের জন্য বাজারে এনেছে এআই-চালিত ফিটনেস ট্র্যাকার আয়না। এটি সাধারণ আয়নার মতো প্রতিফলন দেখালেও ভঙ্গিমা ও শরীরচর্চার ভুল ধরতে সক্ষম। শরীরের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে ডেটা রেকর্ড করে এবং ব্যায়ামের পরামর্শও প্রদান করে। থ্রিডি মডেলিংয়ের মাধ্যমে এটি শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করতে পারে এবং বিভিন্ন জিম সরঞ্জামের সঙ্গে সমন্বয় করে কাজ করে। ‘টাইম বেস্ট ইনোভেশন’ তালিকাতেও এটি স্থান পেয়েছে।
ওমনিয়া স্মার্ট মিরর: ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা
ফ্রান্সভিত্তিক উইথিংস কোম্পানি এনেছে ‘ওমনিয়া স্মার্ট মিরর’, যা মেডিকেল ডিভাইস হিসেবেও কাজ করতে পারে। এটি ওজন, হৃদরোগ ঝুঁকি, বিপাকীয় স্বাস্থ্য ইত্যাদি পরিমাপ করতে সক্ষম। বেসে থাকা সেন্সর শরীরের মেট্রিকস বিশ্লেষণ করে এবং তথ্য চিকিৎসকের সঙ্গে দূরবর্তী ভিডিও সেশনের মাধ্যমে শেয়ার করা যায়। এছাড়া স্মার্ট ওয়াচ, রক্তচাপ মনিটর বা স্মার্ট বেড থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব। বিল্ট-ইন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয় এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করে।
মিররোহ এআই: স্মার্ট বাথরুম কেবিনেট
চীনের রেইসজেম লিমিটেড বাজারে এনেছে ‘মিররোহ এআই’, যা বাথরুমে ব্যবহারের জন্য তৈরি। ২১.৫ ইঞ্চি ফুল এইচডি টাচস্ক্রিনযুক্ত এই আয়না ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিগবি সংযোগের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইসের সঙ্গে সমন্বয় করতে পারে। ২০ মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের মাধ্যমে এটি আর্দ্র পরিবেশেও ব্যবহারযোগ্য এবং কেবিনেটের দরজা হিসেবেও ব্যবহৃত হতে পারে।
প্রযুক্তির নতুন দিগন্ত
বিশেষজ্ঞদের মতে, স্মার্ট আয়না ব্যক্তিগত স্বাস্থ্য, সৌন্দর্যচর্চা এবং ফিটনেস ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলবে। অনেকেই এটিকে ‘ঘরের ভেতরের নতুন প্রজন্মের এআই সহকারী’ হিসেবে অভিহিত করছেন। সাধারণ মানুষের হাতে এটি এখনো পুরোপুরি পৌঁছায়নি, তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ এবং উদ্ভাবনী প্রয়াস দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, শিগগিরই স্মার্ট আয়না ঘরোয়া প্রযুক্তির নতুন মানদণ্ডে পরিণত হবে।
বিডি/এএন