বিতর্কের পর আবারও ফিরলেন রিপন মিয়া

Published : ১২:৩৪, ২২ অক্টোবর ২০২৫
নানা জল্পনা-কল্পনা ও বিতর্কের পর অবশেষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও সামাজিক মাধ্যমে ফিরেছেন।
সোমবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, তিনি নীলচে পানির সুইমিংপুলের ধারে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে মাত্র একটি শব্দ— “আইলাবিউ।” এই সংক্ষিপ্ত শব্দেই যেন নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত ও অনুসারীদের মধ্যে।
তবে প্রশ্ন উঠেছে— এই পোস্টটি কি সত্যিই রিপনের নিজের, নাকি তার পেজ পরিচালনাকারী ম্যানেজার সজিবের কোনো কৌশল? বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও, নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল তার ‘প্রত্যাবর্তন’ উদযাপন করছেন, আবার অন্যরা সন্দেহ করছেন— এটি হয়তো কোনো বার্তা বহন করছে বা পরিকল্পিত প্রচারণার অংশ।
উল্লেখ্য, রিপন মিয়ার সর্বশেষ ফেসবুক পোস্টটি ছিল একটি দীর্ঘ অভিযোগনামা, যেখানে তিনি নিজের পারিবারিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেছিলেন। পোস্টটিতে তার মা-বাবার সঙ্গে সম্পর্ক, পারিবারিক দায়িত্ব অবহেলা, এবং বিলাসবহুল জীবনের পেছনের বাস্তবতা নিয়ে নানা সমালোচনা উঠে আসে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর তার মা সংবাদমাধ্যমে এসে বলেছিলেন, “কিছু বিষয় ভুলভাবে বলা হয়েছিল,” যা নতুন বিতর্কের জন্ম দেয়।
এরপর থেকেই রিপন মিয়া সম্পূর্ণভাবে সামাজিক মাধ্যম থেকে নিস্তব্ধ হয়ে যান। দীর্ঘ নীরবতার পর এই হঠাৎ ফিরে আসা অনেকের কাছে প্রতীকী মনে হচ্ছে। কেউ বলছেন, এটি তার নতুনভাবে শুরু করার বার্তা, আবার কেউ মনে করছেন, এটি অতীতের মতোই মনোযোগ টানার পুরোনো কৌশল।
সব মিলিয়ে, নেট দুনিয়ায় রিপন মিয়ার এই এক ছবিতেই আবারও শুরু হয়েছে নানা জল্পনা— তিনি কি সত্যিই ফিরে এলেন, নাকি এটি কেবল ‘রিপন-শৈলীর’ আরেকটি রহস্যময় প্রচারণা?
বিডি/এএন