স্পাইডার-ম্যানের শুটিংয়ে স্যাডি সিঙ্কের লুক ফাঁস!

স্পাইডার-ম্যানের শুটিংয়ে স্যাডি সিঙ্কের লুক ফাঁস! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৬, ২১ অক্টোবর ২০২৫

‘স্ট্রেঞ্জার থিংস’-এর তারকা স্যাডি সিঙ্ক এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দুনিয়ায় পা রাখলেন। আসন্ন স্পাইডার-ম্যান চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর সেটে তাকে প্রথমবারের মতো টম হল্যান্ডের সঙ্গে শুটিং করতে দেখা গেছে।

ফাঁস হওয়া কিছু ছবি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা এবং নানা জল্পনার সৃষ্টি করেছে। খবরটি প্রকাশ করেছে টাইমস এন্টারটেইনমেন্ট।

ছবিতে স্যাডিকে দেখা গেছে তার পরিচিত লাল চুলের সঙ্গে নতুন ফ্রিঞ্জ কেটে, রহস্যময় ও স্টাইলিশ সাজে। স্ট্রাইকিং বুট এবং আলাদা স্টাইল স্টেটমেন্টে তিনি যেন আরও আত্মবিশ্বাসী ও চরিত্রপূর্ণ দেখাচ্ছেন।

এই ছবি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে—স্যাডি কি আসলেই ‘মেরি জেন ওয়াটসন’ চরিত্রে অভিনয় করছেন, নাকি তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন কোনও সুপারহিরো চরিত্রে? অনেক ভক্ত মনে করছেন, তার পোশাক এবং উপস্থিতি ইঙ্গিত করছে নতুন চরিত্রের সম্ভাবনা, যা হতে পারে ‘স্পাইডার-ওম্যান’ বা ‘ফায়ারস্টার’।

অন্যদিকে, সেটে অ্যাকশন দৃশ্যে টম হল্যান্ডকেও ঝুলন্ত অবস্থায় শুট করতে দেখা গেছে। কিছুদিন আগে শুটিংয়ের সময় তিনি মাথায় আঘাত পেলেও, এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র। এটি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী অধ্যায় হিসেবে নির্মিত। আগের সিনেমার শেষে দেখা যায়, স্ট্রেঞ্জের স্পেলের কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারের পরিচয় ভুলে গেছে, এমনকি তার প্রিয় বন্ধুরাও—যেমন জেনডায়া (MJ)—ও তাকে চিনতে পারছেন না।

নতুন সিনেমাটি সেই গল্পকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে পিটার পার্কারকে এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, ‘ব্র্যান্ড নিউ ডে’ মার্ভেল ইউনিভার্সের পরবর্তী মেগা ইভেন্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র সূচনা করবে। এতে রবার্ট ডাউনি জুনিয়র ফিরবেন, তবে এবার ভিলেন হিসেবে—ড. ডুম চরিত্রে। সিনেমাটি ভবিষ্যতের গল্পের ভিত্তি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement