বড়লোক হওয়ার দৌড়ে ‘শর্টকাট’-এ যা করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল

Published : ১১:৫৯, ২১ অক্টোবর ২০২৫
দেশের নাট্যাঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন।
শুধু এই একটি সিরিজ নয়, এর পর একের পর এক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ নির্মাণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বহুমাত্রিক নির্মাতা হিসেবে। তবে সবকিছুর মধ্যেও ‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, যা তাকে তরুণ প্রজন্মের প্রিয় নির্মাতা হিসেবে আলাদা মর্যাদা দিয়েছে।
এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন শিমুল শর্মা, যিনি নির্মাতা অমির সহকারী হিসেবেও কাজ করেছেন। নাটকে তাঁর অভিনীত ‘শিমুল’ চরিত্রটি অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেয়, হয়ে ওঠে অন্যতম প্রিয় চরিত্র।
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ শিমুলের পাশাপাশি লামিমা লামও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। নাটকের ভেতরে তাদের রসায়ন দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। সেই জনপ্রিয়তাকে এবার পর্দায় নতুনভাবে দেখা যাবে—প্রথমবারের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বাইরে তারা দুজন জুটি হয়ে অভিনয় করেছেন এক নতুন প্রজেক্টে।
ওয়েব চলচ্চিত্রটির নাম ‘শর্টকাট’, যার নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন। গল্পটি ঘুরে বেড়াচ্ছে এক তরুণ প্রেমিককে ঘিরে, যে তার প্রেমিকার মন জয়ের জন্য নানা অদ্ভুত কাণ্ড ঘটায়। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ–তে।
প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানিয়েছে, “দেশের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে তাদের দেখা যাবে এই প্রজেক্টে। দর্শকদের জন্য চমক থাকছে তাদের নতুন রসায়নে।”
এদিকে সম্প্রতি শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে শিমুলকে দেখা যাচ্ছে না। তবে অভিনেতা জানিয়েছেন, এটি কেবল অস্থায়ী বিরতি। গল্পের প্রয়োজন অনুযায়ী তিনি আবারও ফিরতে পারেন প্রিয় চরিত্র কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে।
বিডি/এএন