সালমান শাহ মৃত্যুরহস্যে নতুন মোড়

সালমান শাহ মৃত্যুরহস্যে নতুন মোড় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৪, ২৭ অক্টোবর ২০২৫

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর, কিন্তু এখনো সেই মৃত্যুর রহস্যের সঠিক জবাব মিলেনি।

সময়ের পরিক্রমায় বহু গুজব, নানা ব্যাখ্যা ও অসংখ্য আলোচনা হলেও আজও তার মৃত্যু নিয়ে প্রশ্ন রয়ে গেছে অনুত্তরিত। সম্প্রতি আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে এই কিংবদন্তি অভিনেতার মৃত্যু—যিনি নব্বইয়ের দশকে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালত মামলাটির পুনরায় তদন্ত ও পরিচালনার নির্দেশ দিয়েছেন। রাজধানীর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই নির্দেশ দেন। আদালতের আদেশের পর মামলাটি তদন্তের জন্য ফের রমনা থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা না কি হত্যা—এই প্রশ্নে দেশজুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। পরিবারের পক্ষ থেকে সবসময়ই বলা হয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সালমানের মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, পুলিশ প্রথমে মামলাটিকে অপমৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করে। পরে জানানো হয়, তদন্তে যদি হত্যার প্রমাণ মেলে, তাহলে মামলাটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে।

নতুন আদালতের নির্দেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার স্ত্রী সামিরাকে ঘিরে বিতর্ক থামেনি। পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তিনি। তবে সামিরা সবসময় দাবি করে এসেছেন, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন এবং এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার দুটি ঘটনার মেডিকেল রেকর্ডও আছে, আরেকটি ঘটে অন্য হাসপাতালে—সবই বিয়ের আগের সময়ের ঘটনা।

নতুন মামলার নির্দেশ জারির পর থেকেই সামিরা হক চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে মামলার অপর আসামি অভিনেতা ডন হকও কোনো যোগাযোগে সাড়া দিচ্ছেন না।

ঢালিউডে সালমান শাহর যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করে তৈরি করেছিলেন এক অবিস্মরণীয় জনপ্রিয়তা। তার সংলাপ, স্টাইল, রোমান্টিক অভিনয়—সবকিছুই বদলে দিয়েছিল বাংলা চলচ্চিত্রের ধারা। আজও তিনি কোটি ভক্তের হৃদয়ে জীবন্ত।

২৯ বছর পর আদালতের নতুন নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর ভক্তদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই বিশ্বাস করছেন, হয়তো এবার উন্মোচিত হবে সেই দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য—স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুর আসল সত্য।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement