আগামী ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব
Published : ১২:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এটি মঙ্গলবার সন্ধ্যা কিংবা রাতের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির একটি বর্ধিতাংশ ইতোমধ্যে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার প্রভাব বাংলাদেশের আবহাওয়াতেও পড়বে বলে মনে করা হচ্ছে।
এই প্রভাবে সোমবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার দেশের আরও বিস্তৃত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুধবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। সেদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময়ের মধ্যে সারাদেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে আবহাওয়ার তারতম্য সবচেয়ে বেশি দেখা যেতে পারে।
বিডি/এএন

































