হুমকির অভিযোগে মুখ খুললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
Published : ২০:৩১, ২৪ অক্টোবর ২০২৫
দর্শকপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে সেই রহস্যময় মৃত্যু মামলায় নতুন মোড় এসেছে। আদালত এবার ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন, যা দীর্ঘদিনের লড়াইয়ে তাঁর মা নীলা চৌধুরীর জন্য একপ্রকার স্বস্তির খবর বয়ে এনেছে।
তবে স্বস্তির মাঝেও তিনি এখন নতুন এক উদ্বেগে আছেন; অভিযোগ করেছেন, অভিনেতা ডন এক মাস আগে তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
লন্ডনে অবস্থানরত নীলা চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “এই ২৯ বছরে আমাকে অনেক অপবাদ দেওয়া হয়েছে, কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে হত্যা করেছি। কিন্তু আমি জানতাম, একদিন না একদিন সত্য প্রকাশ হবেই, আইন প্রমাণ করবে আমার ছেলে খুন হয়েছে।”
তিনি বলেন, “আদালতের সোমবারের রায় আমার মনে এক ধরনের শান্তি এনে দিয়েছে। এত দ্রুত মামলার কার্যক্রম শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।”
সালমান শাহর মৃত্যুর বিষয়ে তিনি আরও জানান, “খুনের আলামত আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের স্পষ্ট চিহ্ন ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করেছে, এতে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত ছিল।”
নীলা চৌধুরী দৃঢ়ভাবে বলেন, “আমি শুরু থেকেই বলেছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। এখন আদালতের পদক্ষেপে সেটাই সত্য প্রমাণিত হচ্ছে।”
অভিনেতা ডনের হুমকির প্রসঙ্গে তিনি জানান, “এক মাস আগে ডন আমাকে প্রেসক্লাবের সামনে আসতে বলে হুমকি দিয়েছে। ভাবুন তো, যে একসময় আমার ছেলের সঙ্গে ঘুরত, সে-ই এখন আমাকে ভয় দেখাচ্ছে! এই সাহস ওদের আসে কোথা থেকে?”
নিজের দীর্ঘ লড়াইয়ের কথা উল্লেখ করে নীলা বলেন, “আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার হবেই। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, ভয় দেখিয়েছে—তাদেরও বিচার হবে।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালপ্রয়াণ ঘটে ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর। মৃত্যুর পর থেকেই ঘটনাটিকে ঘিরে বিতর্ক অব্যাহত। সালমানের সাবেক স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা। কিন্তু সালমানের পরিবার বরাবরই বলেছেন, এটি সুপরিকল্পিত হত্যা।
প্রায় তিন দশক পরও অমর নায়ক সালমান শাহ আজও দর্শক হৃদয়ে অটুটভাবে বেঁচে আছেন—ঢালিউডের ইতিহাসে এক অনন্য নাম হিসেবে।
বিডি/এএন


































